বারাণসী, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): ভারত জোড়ো ন্যায় যাত্রার উদ্দেশ্যে কী, তা ফের বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার উত্তর প্রদেশের বারাণসীতে দেশকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে রাহুল গান্ধী বলেছেন, “দেশকে একত্রিত করাই দেশের প্রতি প্রকৃত ভক্তি।” শনিবার সকালে বারাণসীর গোলগাড্ডা থেকে শুরু হয় রাহুল গান্ধীর ভারত জোড়া ন্যায় যাত্রা।
রাহুল গান্ধী এদিন কাশি বিশ্বনাথ মন্দিরে গিয়ে পূজার্চনাও করেছেন। পরে ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন বক্তব্য রেখে রাহুল গান্ধী বলেছেন, “সমগ্র ”যাত্রায়” কখনও ঘৃণা দেখিনি। এমনকি বিজেপির লোকজনও যাত্রায় এসেছিল এবং আমাদের কাছে আসার সঙ্গে সঙ্গে তাঁরা আমাদের সঙ্গে সুন্দরভাবে কথা বলত… এই দেশ তখনই শক্তিশালী হবে, যখন আমরা একসঙ্গে কাজ করব। দেশকে একত্রিত করাই দেশের প্রতি প্রকৃত ভক্তি।”