আগামী ২৫ শে ফেব্রুয়ারি থেকে মোহনপুরে অটল বিহারী বাজপেয়ী স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট

নিজস্ব প্রতিনিধি, মোহনপুর, ১৬ ফেব্রুয়ারি: বিজেপি মোহনপুর মন্ডল কমিটির উদ্যোগে আগামী ২৫ শে ফেব্রুয়ারি থেকে মোহনপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে অটল বিহারী বাজপেয়ী স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। মোহনপুর স্কুল মাঠে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান আয়োজকরা।

আয়োজকরা জানিয়েছেন, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে এই ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে সমস্ত ধরনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন দল নিজেদের নাম নথিভুক্ত করাতে পারবে।

এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে পালসার বাইক এবং রানার্স আপকে দেওয়া হবে একটি স্কুটি। এদিন এই সাংবাদিক সম্মেলনে  উপস্থিত ছিলেন মোহনপুর পুরো পরিষদের ভাইস চেয়ারম্যান শংকর দেব, মোহনপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাকেশ দেব সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *