নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.): প্রযুক্তি, আধুনিক যুগের একটি গুরুত্বপূর্ণ অবদান, আমাদের জীবনকে সহজ করেছে। আমাদের আদিবাসী জনগোষ্ঠী আধুনিক উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হোক, এটা কাম্য নয়। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি বলেছেন, “আদিবাসী জনগোষ্ঠীর অবদান দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার আদি মহোৎসব ২০২৪-এর উদ্বোধন করেছেন। এদিন দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে বার্ষিক জাতীয় আদিবাসী উৎসব আদি মহোৎসব ২০২৪-এর উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি৷ আদিবাসী ঐতিহ্য তুলে ধরাই লক্ষ্য এই আদি মহোৎসবের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডাও।
রাষ্ট্রপতি এদিন বলেছেন, “আধুনিকতার অগ্রগতি হয়েছে, ধরিত্রী মা এবং প্রকৃতির অনেক ক্ষতি হয়েছে। উন্নয়নের উন্মাদনার দৌড়ে প্রকৃতির ক্ষতি ছাড়া উন্নতি সম্ভব নয়, এই বিশ্বাসের প্রত্যয় দেওয়ার পরিবেশ তৈরি করা হয়েছিল। অথচ সত্য একেবারে বিপরীত। সারা বিশ্বে আদিবাসী সম্প্রদায় শতাব্দীর পর শতাব্দী ধরে প্রকৃতির সঙ্গে মিলেমিশে বসবাস করে আসছে। আমাদের আদিবাসী ভাই-বোনেরা নিজেদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আশেপাশের পরিবেশ, গাছপালা এবং প্রাণীদের যত্ন নিয়ে আসছে। আমরা তাঁদের জীবনধারা থেকে অনুপ্রেরণা নিতে পারি।” রাষ্ট্রপতির কথায়, যখন সমগ্র বিশ্ব বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন আদিবাসী সম্প্রদায়ের জীবনধারা আরও অনুকরণীয় হয়ে উঠেছে।”