বাড়িতে অনুপস্থিতির সুযোগে নিশিকুটুম্বের হাত সাফাই, সর্বস্ব খোয়ালেন বৃদ্ধা

আগরতলা, ৬ ফেব্রুয়ারি : বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগে হাত সাফাই করল নিশিকুটুম্বের দল। দু:সাহসিক ওই চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

জানা গিয়েছে স্বামীর শ্রদ্ধানুষ্ঠানে গিয়ে সর্বস্ব হারিয়েছেন বিশালগড়ের রাউতখলা এলাকার বাসিন্দা কল্পনা দেবী। বাড়িতে তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে চোরের দল ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে নগদ অর্থ সহ স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়েছে। আজ সকালে তিনি বাড়িতে ফিরে চুরির ঘটনাটি টের পান। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি বিশালগড় থানায় জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরির বিষয়টি পর্যবেক্ষণ করেছে এবং মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে।