গুয়াহাটি, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : দুদিনের সফরসূচি নিয়ে আজ শনিবার রাতে গুয়াহাটি আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গুয়াহাটি এবং পার্শ্ববর্তী এলাকায় কড়া নজরদারি চালিয়েছে সাধারণ ও পুলিশ প্রশাসন। এছাড়া শহরে যানবাহন চলাচলে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে মহানগর ট্রাফিক পুলিশ। ইতিমধ্যে প্ৰধানমন্ত্ৰীর সভাস্থল খানাপাড়া ময়দান এসপিজির দখলে চলে গেছে।
আজ রাত দশটায় গুয়াহাটির গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী মোদী। রাতে বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠকে মিলিত হবেন তিনি। আগামীকাল সকালে গুয়াহাটির খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ফিল্ডে আয়োজিত অনুষ্ঠিত সমাবেশ মঞ্চ থেকে ভার্চুয়ালি মোট ১১,৫৯৯ কোটি টাকার বেশ কয়েকটি প্ৰকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পাশাপাশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে প্রায় দেড় লক্ষ জনতার সামনে ভাষণ দেবেন তিনি।
এদিকে, গুয়াহাটি ট্ৰাফিক পুলিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুয়াহাটি সফরের পরিপ্রেক্ষিতে আজ এবং আগামীকালের জন্য একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে, বিশেষ করে ঝুঁকিপূর্ণ রাস্তা ব্যবহারকারী যেমন শিশু, ছাত্রছাত্রী, মহিলা, প্রবীণ নাগরিক, রাস্তায় বিভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের নিরাপত্তা এবং অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপক বাহিনীর মতো আপৎকালীন যানবাহনগুলিকে বিনাবাধায় যাতায়াতের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সে অনুযায়ী আজ ৩ ফেব্রুয়ারি বেলা ২:০০টা থেকে রাত ১১:০০টা পর্যন্ত এবং আগামীকাল ভোর ৪:০০টা থেকে সন্ধ্যা ৬:০০টা পর্যন্ত গুয়াহাটি শহরের বুকচিরে ধাবিত ২৭ এবং ১৭ নম্বর জাতীয় সড়কে বাণিজ্যিক চার চাকা এবং তার চেয়ে বড় তথা ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাফিক পুলিশ।
দ্বিতীয়ত, আজ বেলা ২:০০টা থেকে রাত ১০:০০টা পর্যন্ত জিএস রোড, পাঞ্জাবাড়ি রোড, বি বরুয়া রোড, জিএনবি রোড, এমজি রোড, এটি রোড এবং ডিজি রোডে তিন চাকা এবং তার চেয়ে বড় বাণিজ্যিক গাড়ি চলাচল সীমাবদ্ধ থাকবে।
তৃতীয়ত, আগামীকাল ৪ ফেব্রুয়ারি সকাল ৫:০০টা থেকে সন্ধ্যা ৬:০০টা পর্যন্ত জিএস রোড, পাঞ্জাবাড়ি রোড, সিক্সমাইল-নারেঙ্গি রোড, ত্রিপুরা (গলি) রোড, বেলতলা বাজার রোড, বেলতলা-বশিষ্ঠ রোডে তিন চাকা এবং তার চেয়ে বড় বাণিজ্যিক গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
চতুর্থত, আসম রাজ্য পরিবহণ নিগম (এএসটিসি) বাস / সিটি বাসগুলি শহরের ট্রাফিক পরিস্থিতির উপর নির্ভর করে সে অনুযায়ী নিয়ন্ত্রিত হবে৷ পঞ্চমত, আজ ৩ এবং আগামীকাল ৪ ফেব্রুয়ারি অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক বাহিনীর গাড়ি ইত্যাদির মতো আপৎকালীন যানবাহনের চলাচলে কোনও বিধিনিষেধ থাকবে না।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গুয়াহাটি সহ গোটা রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দফায় দফায় রাজ্য প্রশাসনিক আধিকারিকরা সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে প্রধানমন্ত্রী এবং জনগণের নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে বৈঠক করছেন।
প্রধানমন্ত্রীর জনসভাস্থল খানাপাড়া ময়দান, দিশপুর সহ গুয়াহাটি রেলস্টেশন, জনবহুল এলাকায় কুইক রেসপন্স টিমের নিরাপত্তারক্ষী পালা করে মোতায়েন করা হয়েছে। এছাড়া গুয়াহাটি মহানগরের সব ব্যস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে সোদা পোশাকের পুলিশ ও নিরাপত্তাকর্মী। নজরদারি চালানো হচ্ছে আকাশপথেও। মহানগরের সব প্রবেশদ্বারে তন্ন তন্ন করে যাচাই করা হচ্ছে যানবাহনে।

