ঢাকা, ১০ জুলাই (হি.স.) : গুলশনের হামলাকারীদের অনেকেই জাকির নাইকের পিস টিভি দেখে জেহাদে উৎসাহ পেয়েছে।যার জেরে রবিবার থেকে বাংলাদেশে বন্ধ হল জাকির নাইকের ‘পিস টিভি’-র সম্প্রচার । যুব সমাজে বিরুপ প্রভাব ফেলায় জাকির ‘পিস টিভি’–র সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নিল বাংলাদেশেমন্ত্রিসভা।এদিন সাংবাদিকদের বাংলাদেশেআইন-শৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান শিল্পমন্ত্রী আমির হোসনে আমু । বলা হয়। এই টিভি চ্যানেলটির অনুষ্ঠানগুলি দেশের যুবমানসে বিরুপ প্রভাব ফেলছে। গুলশানে জঙ্গি হামলার তদন্তে নেমে অফিসারেরা জানতে পারেন, হামলাকারীদের অনেকেই জাকির নাইকের পিস টিভি দেখে জেহাদে উৎসাহ পেয়েছে। সেই অভিযোগেই জাকিরকে নজরদারির আওতায় আনতে ভারতে আবেদন জানিয়েছিল বাংলাদেশ।-