নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ সাসপেন্ডেড টিসিএস অফিসার পান্না আহমেদকে গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন ক্রমশ চাঙ্গা হতে শুরু করেছে৷ শনিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগরতলা পশ্চিম মহিলা থানায় এসডিপিওর কাছে ডেপুটেশান প্রদান করা হয়৷ ডেপুটেশান প্রদান করতে এসে তৃণমূল সমর্থকরা থানার সামনে বিক্ষোভও প্রদর্শন করেন৷ থানা সংলগ্ণ এলাকায় বেশকিছুক্ষণ সময় পথ অবরোধ করে ধর্না সংগঠিত করা হয়৷ এর ফলে যানবাহন আটকে পড়ে৷ দুর্ভোগ চরম আকার ধারণ করে৷ এবিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুশান্ত চৌধুরী বলেন, ধর্ষণ কান্ডের ১২দিন অতিক্রান্ত হওয়ার পরও পুলিস পান্না আহমেদকে গ্রেপ্তার করেনি৷ এধরনের ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায় না৷ তৃণমূল কংগ্রেস রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এই ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করেছিল৷ ধর্ষণকারী সাসপেন্ডেড টিসিএস অফিসার পান্না আহমেদকে গ্রেপ্তারের জন্য দুইদিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল৷ সে সময়সীমা অতিক্রান্ত হয়েছে৷ সে কারণেই আজ তৃণমূল কংগ্রেসের তরফে আগরতলা পশ্চিম মহিলা থানায় এসডিপিওর কাছে ডেপুটেশান প্রদান করা হয়েছে৷ এযাত্রায়ও পান্না আহমেদকে গ্রেপ্তারের জন্য আরো দুদিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে৷ নির্ধারিত সময়সীমার মধ্যে পান্না আহমেদকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে তৃণমূল কংগ্রেস রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করবে বলে তিনি জানিয়েছেন৷ সুশান্তবাবু বলেন, টিসিএস অফিসার পান্না আহমেদ সোনামুড়ার মহকুমা শাসক ছিলেন৷ পান্না আহমেদ মেলারমাঠের ঘনিষ্ঠ লোক৷ সে কারণেই তাকে গ্রেপ্তার করা হচ্ছে না৷ তার অবস্থান সম্পর্কে রাজ্য আরক্ষা প্রশাসন সম্পূর্ণভাবে ওয়াকিবহাল বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস৷ একাংশ পুলিশ অফিসারের সদ্দিচ্ছা থাকলেও শাসক দলের রক্তচক্ষুর ভয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হচ্ছে না৷ শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার সুবাদে তাকে গ্রেপ্তার না করে পুরস্কার দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপাত্র৷ এদিকে, পশ্চিম মহিলা থানায় তৃণমূল কংগ্রেসের ডেপুটেশান চলাকালে কর্মরত সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের থানা থেকে বের হয়ে যেতে বাধ্য করে পুলিশ৷ এধরনের ঘটনায় সাংবাদিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন৷ পুলিশ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কন্ঠরোধ করার জন্যই এধরনের প্রয়াস চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে৷ তৃণমূল কংগ্রেসের নারী নেত্রীরাও পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন৷ ডেপুটেশান প্রদান কালে সাংবাদিকদের বাধা দেওয়ার ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন দলীয় নেতৃবৃন্দ৷
2016-07-10