নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ পেট্রোলের কালোবাজারী রমরমা চলছে৷ শেষ পর্যন্ত টনক নড়ল প্রশাসনের৷ শনিবার পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে পেট্রোলের কালোবাজারী রুখতে৷ বৈঠকে সাধারণ প্রশাসন ও পুলিশ প্রশাসনে আধিকারীকরা উপস্থিত ছিলেন৷ বৈঠকে কালোবাজারী কঠোর হাতে মোকাবিলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
দীর্ঘদিন ধরেই জাতীয় সড়কের বেহাল অবস্থার জন্য রাজ্যে জ্বালানির সংকট চলছে৷ নিয়মিত পেট্রোল ট্যাঙ্কার আসলেও কোনভাবেই সংকট নিরসন হচ্ছে না৷ প্রায় সময়ই রাজ্যের বিভিন্ন প্রান্তে পেট্রোলের দাবীতে রাস্তা অবরোধ করছেন ভোক্তারা৷ এমনকি রক্তারক্তি কান্ডও ঘটছে৷ কখনো পুলিশের সাথে দস্তাদস্তিও হচ্ছে৷ প্রশাসনের যুক্তি বিকল্প সড়ক দিয়ে নিয়মিত রাজ্যে ঢুকছে তেলের ট্যাঙ্কার৷ কিন্তু কিছু কিছু পাম্পের মালিক পেট্রোল ব্যবসায়ীদের সঙ্গে মিলে কৃত্রিম সংকট তৈরী করছে৷ এই জন্যই ভোক্তারা চাহিদা অনুযায়ী জ্বালানি পাচ্ছে না৷ আবার এও বলা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত পেট্রোল কিনে মজুত রাখা হচ্ছে৷ রাজ্যের যেসব অঞ্চলে পেট্রোল পাম্প নেই সেখানে পেট্রোলের কোন সংকটও নেই৷ কারণ আগরতলা সহ অন্যান্য মহকুমা থেকে বাঁকা পথে তেল পৌঁছে যাচ্ছে চোরা কারবারীদের কাছে৷ এই পরিস্থিতিতে কোন কোন স্থানে পুলিশের সামনে দেদার বিক্রি হচ্ছে পেট্রোল ডিজেল৷
এদিকে, দেরিতে হলেও টনক নড়ল প্রশাসনের৷ চোরা কারবারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উপায় সন্ধানে শনিবার পশ্চিম জেলার জেলা শাসক মিলিন্দ রামটেক এবং পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষির পৌরহিত্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে মহকুমা শাসক, বিডিও সহ পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন৷ তাছাড়া খাদ্য দপ্তরের অধিকারীকরাও উপস্থিত ছিলেন৷ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে শনিবার সন্ধ্যা থেকেই পুলিশ ও সাধারণ প্রশাসন যৌথভাবে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালাবে পেট্রোল ডিজেলের কালোবাজারী প্রতিরোধে৷ এমনকি পেট্রোল পাম্পগুলিতেও নজরদারী রাখা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে৷
2016-07-10