BRAKING NEWS

দাবী আদায়ে মুখ্যমন্ত্রীর আবাসনে গণধর্ণা, পুলিশের রোষাণলে ইপিএফ পেনশনাররা

EPFনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷ একদিকে যখন কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও পেনশনার্সরা মোটা মাইনে সহ অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা পেতে চলেছেন, সেখানে ত্রিপুরা সরকার রাজ্যের সরকারী কর্মচারীদের ন্যায্য আর্থিক সুযোগ সুবিধা প্রদানে অনিহা প্রকাশ করে চলেছে৷ এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক দাবীদওয়া নিয়ে লড়াই সংগ্রাম করে চলেছে বিভিন্ন কর্মচারী ও পেনশানর্সদের সংগঠন৷ তারপরও কর্মচারীদের দাবীদাওয়া মিটিয়ে দেওয়া নিয়ে রাজ্য সরকার তালবাহান করে চলেছেন৷ এদিকে, ইপিএফ পেনশনার্সদের বিক্ষোভ মিছিল ও গণধর্ণা ধিরে রাজধানী আগরতলায় রবিবার রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে৷
ত্রিপুরা স্টেট গভঃ আন্ডার টেকিং ইপিএফ পেনশনার্স এসোসিয়েশনের আহ্বান ও ত্রিপুরা গভঃ আন্ডার টেকিং এমপ্লয়ীজ এন্ড ওয়ার্কাস ফেডারেশনের সমর্থনের ভিত্তিতে পিএসইউ ও জুট মিলের কর্মচারীদের ন্যয় পেনশন সহ বিভিন্ন সুবিধা প্রদানের দাবীতে রবিবার এই বিক্ষোভ মিছিল ও মুখ্যমন্ত্রীর সরকারী আবাসের সামনে গণধর্ণা দেওয়া হয়েছে৷ পূর্বঘোষিত সূচী অনুযায়ী এদিন পাঁচ শতাধিক পেনশনার্স সকাল সাড়ে দশটায় একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ বেলা সাড়ে এগারটা নাগাদ মিছিলটি মুখ্যমন্ত্রীর সরকার আবাসনের সামনে গণধর্ণা দেওয়ার জন্য এদিয়ে যায়৷ মিছিলটি আইজিএম চৌমুহনী এলাকায় পৌঁছতেই সেখানে রণসাজে সজ্জিত পুলিশ মিছিলের গতি রোধ করে৷ সেখানে পুলিশের বেরিকেড অতিক্রম করার চেষ্টা করলে পুলিশ ও টিএসআর জওয়ানদের সাথে দস্তাদস্তি হয় পেনশনার্সদের৷ তাতে একজন পেনশনার্স অসুস্থ হয়ে পড়েন৷ সেখানে চলে বিক্ষোভ প্রদর্শন৷ মিছিলের গতি রোধ করার জন্য সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি, অতিরিক্ত পুলিশ সুপার সর্মিষ্ঠা চক্রবর্তী সহ পশ্চিম থানার ওসি মিলন দত্ত ও বিশাল টিএসআর এবং পুলিশ বাহিনী৷ প্রায় এক ঘন্টা ধর্ণা স্থায়ী হয়৷ পরে আন্দোলনকারীদের গ্রেপ্তার করে হয় এবং তার মধ্য দিয়ে গণধর্ণা আন্দোলনের পরিসমাপ্তি হয়েছে৷ যেসব দাবীতে এদিন এই আন্দোলন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে সেগুলির মধ্যে রয়েছে, টিআরটিসি সহ সকল পিএসইউর অবসরপ্রাপ্ত সমস্ত কর্মচারীদের ১৯৯৫ সাল থেকে সরকারী কর্মচারীদের ন্যায় পেনশন প্রদানে রাজ্য সরকারকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ পরিবহণ নিগমের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের প্রাপ্য বকেয়া গ্র্যাচুইটির টাকা এবং হেভি ভেহিক্যাল ড্রাইভারদের প্রাপ্য বকেয়া এরিয়ার উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক সুদ সমেত প্রদান এবং জুটমিল কর্মচারীদের পিএসইফ কর্মচারীদের ন্যায় বেতন বাতা প্রদানের ব্যবস্থা করতে হবে ইত্যাদি৷ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যদি অবিলম্বে এই দাবী পুরণ না করা হয় তাহলে তারা আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *