সোলাপুর, ২৭ ডিসেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের সোলাপুর জেলায় গাড়ি ও কন্টেইনারের মধ্যে সংঘর্ষে ৪ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকালে সোলাপুর জেলার কারমালা তহসিলের ফিসরে রোডের পান্ডে গ্রামের কাছে একটি কন্টেইনার এবং একটি গাড়ির মধ্যে সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন তিনজন। আহত তিনজনকেই করমালা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে আট মাসের একটি শিশু।
পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৬টা নাগাদ কর্ণাটক থেকে আটজন গাড়িতে করে সোলাপুর জেলার পন্ধরপুরে তীর্থযাত্রার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ফিসারে রোডের পান্ডে গ্রামের কাছে তাঁদের গাড়ি পৌঁছোতেই সামনে থেকে আসা একটি কন্টেইনারের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে। মৃতরা হলেন, শ্রীশৈল চন্দেশ কুম্ভর (৫৬ বছর), শশীকলা শ্রীশৈল কুম্ভর (৫০ বছর), জ্যোতি দীপক হিরেমঠ (৩৮ বছর) এবং শারদা দীপক হিরেমঠ (৭০ বছর)। গাড়ির চালক শ্রীকান্ত রাজকুমার চ্যাভান (২০ বছর) এবং আরও দু’জন আহত হয়েছেন। তাদের দ্রুত করমালা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর কন্টেইনার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতক কন্টেইনার চালকের খোঁজ শুরু করেছে পুলিশ।