কলকাতা, ২৬ ডিসেম্বর (হি.স.) : মঙ্গলবার কলকাতায় দিনভর ব্যস্ততায় কাটান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। “অদূর ভবিষ্যতে তাঁদের সফর আরও বাড়বে৷” বিজেপি বিধায়ক তথা পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা মঙ্গলবার এ কথা জানান।
মনোজবাবু সাংবাদিকদের বলেন, “সংসদ নির্বাচনের জন্য দলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আমাদের কেন্দ্রীয় নেতারা, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দলের সভাপতি রাজ্যে যাওয়া আসা করবেন৷”
মূলত, লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলীয় কাজ কতটা এগিয়েছে সেই সব খতিয়ে দেখতেই শাহ-নাড্ডার রাজ্যে আসা বলে জানা গিয়েছে। এই নিয়ে প্রতিটি জেলা এবং লোকসভা কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরি করা হয়েছে যা পেশ করা হবে অমিত শাহর কাছে ।
দলের অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট বাংলার লোকসভা আসনের লক্ষ্যমাত্রার ধারেকাছেও পৌঁছতে পারছে না। বঙ্গ বিজেপির অন্দরে আদি-নব্য কোন্দলও চরমে। রাজ্য নেতাদের ব্যর্থতা ও কাজকর্মে বিরক্ত অমিত শাহ। এই পরিস্থিতিতে মঙ্গলবার কলকাতায় দু’দফায় সাংগঠনিক বৈঠক করে বঙ্গ নেতাদের কড়া বার্তা দিতে চলেছেন ক্ষুব্ধ শাহ।