President of India : “আসুন সকলের কল্যাণের জন্য একসঙ্গে কাজ করার সংকল্প করি”: রাষ্ট্রপতি মুর্মু

নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.) : “আসুন সকলের কল্যাণের জন্য একসঙ্গে কাজ করার সংকল্প করি”, সোমবার ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে একথা লিখেছেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু।

ক্রিসমাস দিবসে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার জনগণকে সকলের মঙ্গল ও সমৃদ্ধির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া এক্স-এ তিনি লিখেছেন, “আনন্দের উৎসব সকলের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা ও সহানুভূতির বার্তা ছড়িয়ে দেয়। সকলের জন্য শুভ বড়দিন! আসুন আমরা যিশু খ্রিস্টের শিক্ষাগুলি স্মরণ করি এবং সকলের মঙ্গল ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করার সংকল্প করি” ।
দেশের বিভিন্ন রাজ্যে রবিবার মধ্যরাত থেকেই ক্রিসমাস উদযাপন শুরু হয়ে গিয়েছে। গির্জাগুলি আলো দিয়ে সাজিয়ে আলোকিত করা হয়েছে। ক্রিসমাস উপলক্ষ্যে সব রাজ্যে আতশবাজি ফাটানো হয়েছে। দিল্লির সেক্রেড হার্ট ক্যাথিড্রাল চার্চে মধ্যরাত থেকে ক্রিসমাস পালিত হচ্ছে। ক্রিসমাস উপলক্ষ্যে ক্যারল গান, চকচকে ক্রিসমাস লাইট, এবং সুন্দর করে সাজানো ক্রিসমাস ট্রি সকলকে আনন্দ দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *