বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৩ ডিসেম্বর : মাত্রাতিরিক্ত গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল দুই বাইক আরোহী। ঘটনার বিবরণে জানা যায় শনিবার বিকাল তিনটায় চড়িলাম পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আতঙ্কিত হয়ে পড়েন পথ চলতি সাধারন মানুষ।

দীপক লস্কর নামে এক ব্যক্তি টিআর০৩-সি-৮৯৮৭ নম্বরের বাইক নিয়ে আগরতলা থেকে নলছড় নিজ বাড়িতে যাওয়ার পথে হঠাৎ চড়িলাম পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় টিআর০৮-বি-৯৫৭২  নম্বরের একটি বাইক সজোরে এসে ধাক্কা দেয়।

দুটো বাইকের গতি অতিরিক্ত হওয়ায় দীপক লস্কর বাইক থেকে জাতীয় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা সাথে সাথেই বিশ্রামগঞ্জ ও বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা এসে আহতকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে গেছে। উচ্চগতির জন্যেই এই দুর্ঘটনা বলে অভিযোগ এলাকাবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *