আগরতলা, ২৩ ডিসেম্বর: আজ ৫১৬১ তম গীতা যজ্ঞ দিবস। আজকের দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। এরই উপলক্ষ্যে আজ ইসকন মন্দিরের উদ্যোগে গীতা পাঠ এবং এক গীতাযজ্ঞের আয়োজন করা হয়েছে।
ইসকন মন্দিরের মহারাজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, গীতার মুহূর্ত জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ায় এই গীতা যজ্ঞের মূল উদ্দেশ্য। আজ রাজ্যব্যাপী ইসকনের ভক্তরা গীতা প্রচার করবেন।