প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা গণ আন্দোলনের রূপ নিয়েছে : অর্জুন মুন্ডা

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.) : “আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা” দেশে গণআন্দোলনের রূপ নিয়েছে বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা। তিনি বলেন, আজ “আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা” প্রকল্পটি বিশ্বের সেরা স্বাস্থ্যসেবা প্রকল্প যার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষদেরও স্বাস্থ্য পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে। বুধবার কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পগুলি সম্পর্কে অর্জুন মুন্ডা সাংবাদিকদের বর্ণনা করার সময় একথা বলেন।

বুধবার অর্জুন মুন্ডা আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের অগ্রাধিকারের বিষয়গুলির মধ্যে স্বাস্থ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেন্দ্রীয় সরকার দেশের সকল নাগরিককে উন্নত স্বাস্থ্য সুবিধা প্রদানের লক্ষ্যে কাজ করছে। প্রধানমন্ত্রী তরুণদের ফিট ইন্ডিয়া আন্দোলনের সঙ্গে যুক্ত করেছেন। তরুণরা সুস্থ থাকলে দেশের উন্নয়নে অংশগ্রহণ নিশ্চিত করতে পারবে। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের কথা মাথায় রেখে দেশকে টিবি মুক্ত ভারত করার লক্ষ্যে মিশন মোডে কাজও শুরু হয়েছে।

সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রক আদিবাসী মন্ত্রকের সঙ্গে সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল মিশন-২০৪৭ শুরু করেছে। এটি বিশ্বের উদ্ভাবনী প্রোগ্রাম যা ৭.৫ কোটি জনসংখ্যাযুক্ত মানুষের কথা মাথায় রেখে শুরু করা হয়েছে। তিনি জানান, সিকেল সেল অ্যানিমিয়া ১৯৫৬ সালে দেখা গিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি নির্মূলের জন্য কাজ শুরু করেন। এই ক্যাম্পেইনে এখন পর্যন্ত ৯০ লক্ষ ডেটা তৈরি করা হয়েছে। ১৬ লক্ষ মানুষ সিকেল সেল অ্যানিমিয়ার বাহক হিসাবে পাওয়া গেছে। অর্জুন মুন্ডা জানান, আজ দেশে স্বাস্থ্যসেবা ও গবেষণা প্রতিষ্ঠান হিসাবে ২৩টি এইমস রয়েছে, যার মধ্যে তিনটি নির্মাণাধীন রয়েছে। সেটিও দ্রুত সম্পন্ন হবে।