আগরতলা, ২০ ডিসেম্বর :বড়সড় অগ্নিকাণ্ড থেকে অল্পতে রক্ষা পেল গান্ধীঘাটস্থিত তথ্য সংস্কৃতি দপ্তর। অফিসের পরিত্যক্ত স্থানে আবর্জনার স্তূপে আচমকাই আগুন লেগেছে। ওই ঘটনা গোটা এলাকায় কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়েছিল।
আজ গান্ধীঘাটস্থিত তথ্য সংস্কৃতি দপ্তরের আচমকাই ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। অফিসের আবর্জনার স্তূপে আচমকাই আগুন লেগেছে বলে জানিয়েছেন দফতরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য্য।
দফতরের আধিকারিকরা ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ছুঁটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তা না হলে বড় আকার ধারণ করতে পারত বলে অভিমত স্থানীয় মানুষদের।

