ভোপাল, ২০ ডিসেম্বর (হি.স.): প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর বুধবার সর্বসম্মতিক্রমে মধ্যপ্রদেশ বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। গত সোমবার নবনির্বাচিত বিধানসভার প্রথম অধিবেশন শুরু হয়। মুখ্যমন্ত্রী মোহন যাদব বুধবার ৬৬ বছর বয়সী তোমরকে অধ্যক্ষ হিসাবে নির্বাচন করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন যা বিরোধী দলের নেতা উমঙ্গ সিংগার সমর্থন করেন।
মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও অধ্যক্ষ হিসাবে তোমরকে নির্বাচনের জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন। সেই প্রস্তাব প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল সমর্থন করেন। প্রহ্লাদ প্যাটেল সম্প্রতি মধ্যপ্রদেশ রাজ্যের নরসিংহপুর বিধানসভা আসন থেকে জয়ী হয়েছেন।
ধ্বনি ভোটের পরে, প্রো-টেম অধ্যক্ষ গোপাল ভার্গব তোমরকে সর্বসম্মতভাবে অধ্যক্ষ পদে নির্বাচিত ঘোষণা করেন। বিরোধী দল কংগ্রেসের সমর্থনে সোমবার অধ্যক্ষ পদে মনোনয়ন জমা দেন তোমর। মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব বুধবার তোমরকে অভিনন্দন জানিয়েছেন এবং সর্বসম্মতভাবে অধ্যক্ষ নির্বাচন করার জন্য বিরোধীদেরও ধন্যবাদ জানিয়েছেন।

