ধর্মনগর, ১৮ ডিসেম্বর : গাড়ি ও বাই সাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আজ সকালে উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরের পুরাণো মায়া সিনেমাহল চৌহমুনী সংলগ্ন এলাকায় একটি গাড়ি ও বাই সাইকেলের সংঘর্ষ হয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, টিআর ২৫৬৮এফ নম্বরের একটি গাড়ি ডিএনভি রোড থেকে সেন্ট্রাল রোডের দিকে যাচ্ছিল। অপরদিক থেকে বাই সাইকেলে করে এক মৎস্য বিক্রেতা কূর্তি রোডের দিকে যাচ্ছিল। তখনই ওই বাই সাইকেলের সাথে গাড়ির সংঘর্ষ হয়।এতে গুরুতর আহত হন বাই সাইকেল আরোহী।
জানা যায়, বাই সাইকেলটি গাড়ির সামনে আসলে গাড়ি চালক ব্রেক চাপার পরিবর্তে এক্সেলেটার চেপে দেয়। আর তাতেই এই দুর্ঘটনাটি ঘটে। চালকের নাম সপ্তর্ষী বর্মন।বাড়ি জেলরোড এলাকায়। অপরদিকে বাই সাইকেলে থাকা ওই মৎস্য বিক্রেতার নাম রসিক মাহিষ্যদাস(৫৮)। বাড়ি ভাগ্যপুর ওয়ার্ড নং ৪ এলাকায়। অন্যদিকে, এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌছায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা। সেখানে পৌছে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য। বর্তমানে ওই ব্যক্তির চিকিৎসা চলছে ধর্মনগর জেলা হাসপাতালে।