আগরতলা, ১৮ ডিসেম্বর: নেশা মুক্ত ত্রিপুরা গঠনে যুদ্ধ জারি রেখেছে ত্রিপুরা পুলিশ। কিন্তু নেশাসামগ্রী পাচার পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। পাচারকারীরা নতুন নতুন পন্থা অবলম্বন করে নেশা সামগ্রী পাচার করছে। এরই মধ্যে সোফার ভিতরে লুকিয়ে বহি:রাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে চুরাইবাড়ি পুলিশের হাতে আটক দুই ব্যক্তি।
পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, আজ আগরতলা থেকে একটি লরি গৃহস্থালি জিনিস নিয়ে বহি:রাজ্যের দিকে যাচ্ছিল।তখন চুরাইবাড়ি নাকা পয়েন্টে থাকা পুলিশ সন্দেহভাজন লরিটিকে আটক করে।গাড়িতে তল্লাশি চালিয়ে সোফার ভিতরে থেকে ১৫০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন তিনি। সাথে গাড়ির চালক ও সহ চালককে আটক করা হয়েছে। তাঁরা গাঁজা নিয়ে আগরতলা থেকে দিল্লির উদ্দেশ্য রওয়ানা দিয়েছিলেন।
তিনি আরও জানিয়েছেন, ধৃতরা অসমের বাসিন্দা মোজীবর আলী, জাহাঙ্গীর হোসেন।তাকে থানা নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তাঁদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য আনুমানিক ২৫ লক্ষাধিক বলে জানিয়েছেন তিনি।