ক্যানিং, ১৭ ডিসেম্বর (হি. স.) পারিবারিক বিবাদের জেরে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মৃতের নাম আসিকুর বইদ্য(৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গত শুক্রবার বাবা ইরান বৈদ্যর সাথে টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ বাধে আসিকুরের। সেই অভিমানেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সেখানেই রবিবার ভোরে মৃত্যু হয় আসিকুরের। ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।