ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর।। আগামীকাল ত্রিপুরা দলের খেলা ছত্তিশগড়ের বিরুদ্ধে। আজ, রবিবার ত্রিপুরা দল কর্নাটকের বিরুদ্ধে হেরেছে। তবে আগামীকাল প্রয়াস থাকবে ছত্তিশগড়ের বিরুদ্ধে জয়ী হয়ে ঘুরে দাঁড়ানোর। খেলা হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, দিল্লিতে ৬৭ তম জাতীয় স্কুল গেমসের অঙ্গ হিসেবে অনূর্ধ্ব১৪ বালকদের হ্যান্ডবল ইভেন্টে। ত্রিপুরা দল এতে ই-গ্রুপে কর্ণাটক, ছত্তিশগড় ও হিমাচল প্রদেশের সঙ্গে গ্রুপ লিগে খেলছে। আজ, রবিবার প্রথম ম্যাচে ত্রিপুরা দল ২১-২৩ গোলে কর্ণাটকের কাছে পরাজিত হয়েছে। আগামীকাল ছত্তিশগড়ের বিরুদ্ধে খেলার পর ১৯ ডিসেম্বর খেলবে হিমাচল প্রদেশের বিরুদ্ধে।
2023-12-17