ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর।। খেলো ইন্ডিয়া কর্মসূচির অঙ্গ হিসেবে অনূর্ধ্ব ১৩ বালিকাদের ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। প্রথম দিনের প্রথম ম্যাচে পানিসাগর স্পোর্টস স্কুল ৮-১ গোলের ব্যবধানে ফুলো জানু দলকে পরাজিত করেছে। বিজয়ী দলের পক্ষে লাসমতি রিয়াং একাই চারটি গোল করে। এছাড়া, অরুণা রানী ত্রিপুরার হ্যাটট্রিক এবং উনিকি রিয়াং একটি গোল করে। বিজিত ফুলো জানু-র পক্ষে একমাত্র গোলটি করে পুনম ওরাং। বেলা ১১ঃ০০ টায় দ্বিতীয় ম্যাচে ফুলো জানু অ্যাটলেটিক ক্লাব তিন-দুই গোলের ব্যবধানে নবোদয় কে পরাজিত করেছে। বিজয়ী দলের পক্ষে সাঞ্জা মুঞ্জা একাই তিনটি গোল করে হ্যাটট্রিক এর স্বীকৃতি পায়। বিজিত নবোদয়ের অঞ্জুরাঙ্গ রিয়াং, আলিশা দেববর্মা দুটি গোল করে । বেলা দুইটাই দিনের অপর খেলায় ছনতৈল প্লে সেন্টার ২-০ গোলে অ্যাথলেটিক ক্লাব কে পরাজিত করেছে। বিজয়ী দলের বর্ষা দে ও মিলি বেগম একটি করে গোল করে।
2023-12-17