বাগডোগরা, ১৬ ডিসেম্বর (হি.স.) : বাগডোগরার ভুজিয়াপানি গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকায় হাতির হানায় প্রাণ হারালেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে । মৃতের নাম দিলীপ রায়, বয়স ৪০। তিনি পেশায় রাজমিস্ত্রি।
জানা গেছে, এদিন সকালে টুকুরিয়াঝার জঙ্গল থেকে শিলিগুড়ি সংলগ্ন আপার বাগডোগরার ভুজিয়াপানি গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকায় ঢুকে পড়ে ‘আকাশ-পাতাল’ একটি দলছুট দাঁতাল। দাঁতালটি প্রথমে এলাকায় ঢুকে তান্ডব চালায়। এরপর আচমকাই দিলীপ রায় নামে ওই ব্যক্তি হাতিটির সামনে চলে আসে,তখনই শুঁড় দিয়ে তুলে দাঁতালটি আছাড় মেরে মাটিতে ফেললে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা হাতিটিকে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।