কলকাতা, ১৬ ডিসেম্বর (হি. স.) : মালদায় একটি বাজারে বিধ্বংসী আগুন লাগে।আগুনে ভস্মীভূত দোকান।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, শুক্রবার গভীর রাতে চাঁচল বাজারের একটি জুতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে দমকলের দুটি ইঞ্জিন আসে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই। .. কি কারণে আগুন লেগেছে তা এই মুহূর্তে পরিষ্কার নয়। এর কারণ অনুসন্ধান করা হচ্ছে। জুতোর দোকানে অগ্নিনির্বাপণ ব্যাবস্থা ছিলো না বলে অভিযোগ। খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে তারপর আগুন নিয়ন্ত্রণে আনে, যার ফলে আগুনে ভস্মীভূত হয়ে যায় পুরো দোকান।