সুপ্রিম কোর্টে পিছোল মহুয়া মৈত্রের শুনানি, পিছিয়ে গেল আগামী ৩ জানুয়ারি পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.) : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল লোকসভা থেকে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের আবেদনের শুনানি। মহুয়ার আবেদনের শুনানি পিছিয়ে গেল আগামী ৩ জানুয়ারি পর্যন্ত। উল্লেখ্য, লোকসভা থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তৃণমূলের মহুয়া মৈত্র । কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্টে মহুয়ার আবেদনের শুনানি হল না। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত আবেদনের শুনানি স্থগিত রাখা হয়েছে।

শীর্ষ আদালত জানিয়েছে, আগে সব ফাইল পড়ে দেখতে হবে তাঁদের। তার জন্য সময়ের প্রয়োজন। তার পর বিষয়টি নিয়ে শুনানি হবে। অর্থের বিনিময়ে প্রশ্ন নেওয়ার অভিযোগে সংসদের এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে মহুয়া মৈত্রকে। যদিও, তৃণমূলক কংগ্রেসের মহুয়ার অভিযোগ, নিয়ম বহির্ভূত ভাবে তাঁকে বহিষ্কার করা হয়েছে। টাকার বিনিময়ে সংসদে আদানিদের নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে অভিযুক্ত মহুয়া। বিজেপি সাংসদ নিশাকান্ত দুবে মহুয়ার বিরুদ্ধে এই অভিযোগ আনেন। সেই নিয়ে বিস্তর টানাপোড়েনের সাক্ষী থেকেছে গোটা দেশ। শেষ পর্যন্ত গত ৮ ডিসেম্বর সংসদের নীতি কমিটি রিপোর্ট জমা দেয়, তাতে মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করে তারা। সেই মতো বহিষ্কার করা হয় মহুয়াকে।