আগরতলা, ১৪ ডিসেম্বর : অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার থেকে জনগণকে বিরত থাকতে হবে।পাশাপাশি বিদ্যুৎ চুরি রোধে সকলকে এগিয়ে আসতে হবে। আজ আগরতলায় ৭৯ টিলাস্থিত ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের কার্যালয়ে বিদ্যুৎ সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত সভায় একথা বলেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ।
এদিন তিনি বলেন, বর্তমানে সময়ের দাবি মেনেই প্রয়োজন শক্তি সংরক্ষণ করা। এ বিষয়ে প্রত্যেক বিদ্যুৎ ভোক্তা সমেত ছাত্র-ছাত্রী ও সমস্ত অংশের মানুষকে সচেতন হতে হবে।
এদিন তিনি আশা ব্যক্ত করেন, সকলের সক্রিয় সহযোগেই সম্ভব হবে শক্তি সংরক্ষণ।