চন্ডিগড়, ৯ ডিসেম্বর (হি.স.) : পঞ্জাবের ফিরোজপুর জেলার ভারত-পাকিস্তান সীমান্তের কাছে একটি মাঠ থেকে একটি ড্রোন উদ্ধার করা হয়েছে। শনিবার বিএসএফের একজন মুখপাত্র একথা জানিয়েছেন। শুক্রবার রাত ১০টা ১০ মিনিট নাগাদ ফিরোজপুরের মাবোকে গ্রামের কাছে ড্রোনটির গতিবিধি লক্ষ্য করার পর বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর জওয়ানরা ড্রোনটিকে আটকে দেয়।
বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মুখপাত্র আরও জানান, শনিবার সকালে বিএসএফ-এর সেনারা তল্লাশি চালিয়ে মাঠ থেকে একটি হোল্ড এবং রিলিজ মেকানিজম সহ একটি চীনের তৈরি কোয়াডকপ্টার উদ্ধার করেছে।

