নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): ভারতের বিদেশনীতিতে আফ্রিকাকে সবসময়ই উচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। দিল্লির হায়দরাবাদ হাউসে কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম সামোই রুটোর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী বলেছেন, “আমি আনন্দিত যে আফ্রিকান ইউনিয়নকে জি-২০-তে অন্তর্ভুক্ত করার কিছু পরে, তিনি (কেনিয়ার রাষ্ট্রপতি) এই সফরে এসেছেন। ভারতের বিদেশনীতিতে আফ্রিকাকে সবসময়ই উচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিগত প্রায় এক দশকে, আমরা মিশন মোডে আফ্রিকার সঙ্গে আমাদের সহযোগিতা বাড়িয়েছি। আমি বিশ্বাস করি, এই সফরের মাধ্যমে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আফ্রিকা মহাদেশের সঙ্গে সম্পর্ক নতুনভাবে বৃদ্ধি পাবে।”
মঙ্গলবার সকালে দিল্লির হায়দরাবাদ হাউসে কেনিয়ার রাষ্ট্রপতির সঙ্গে মিলিত হন মোদী। তাঁদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও হয়। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম সামোই রুটোর উপস্থিতিতে ভারত ও কেনিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এদিন যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “গত শতাব্দীতে আমরা (ভারত-কেনিয়া) একসঙ্গে ঔপনিবেশিকতার বিরোধিতা করেছি। একটি অগ্রগতিশীল ভবিষ্যতের ভীত স্থাপন করার সময়, আমরা প্রতিটি সেক্টরে আমাদের সহযোগিতা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছি এবং বেশ কয়েকটি নতুন উদ্যোগ চিহ্নিত করেছি। ভারত ও কেনিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আমাদের অর্থনৈতিক সহযোগিতার পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে, আমরা নতুন সুযোগের জন্য আমাদের অনুসন্ধান চালিয়ে যাব। ভারতের জন্য, কেনিয়া একটি বিশ্বস্ত এবং প্রতিশ্রুতিবদ্ধ উন্নয়ন অংশীদার।”

