ZPM in Mizoram : মিজোরামে ক্ষমতার পরিবর্তন হচ্ছে, ২৮টি আসনে জয়ের সম্ভাবনা জেডপিএম-র

আগরতলা, ৪ ডিসেম্বর : মিজোরামে সরকার বদল হচ্ছেই। ২৮টি আসনে জেডপিএম-র জয় নিশ্চিত বলেই সম্ভাবনা তৈরি হয়েছে। টানা ১০ বছরের এমএনএফ সরকারের এবার পতন ঘটতে চলেছে। অন্যদিকে, কংগ্রেসের খুবই শোচনীয় পরিণতি হতে চলেছে। মাত্র ১টি আসনে কংগ্রেসের জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রত্যাশার উর্দ্ধে উঠে বিজেপি ৩টি আসনে জয়ী হবে বলে মনে করা হচ্ছে। প্রাথমিক ফলাফলে এমনটাই জানা গিয়েছে।