নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ ডিসেম্বর : বিশ্ব শারীরিক অক্ষমতা দিবস উপলক্ষে কোনাবন গ্রাম পঞ্চায়েতে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে আজ। রবিবার বিশালগড় মহকুমা আইন সেবা কতৃপক্ষ এই শিবিরের আয়োজন করে। শিবিরে প্রধান মেম্বার সহ স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন। আইনজীবী জীবন চন্দ্র দাস আইনি বিষয় নিয়ে এদিন আলোচনা করেছেন। এছাড়া তিনি বলেন একজন সুস্থ মানুষের মতো এক দিব্যাঙ্গ নাগরিকের সকল ক্ষমতা ভোগ করার অধিকার রয়েছে।
2023-12-03