নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা-এই ৪ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে ৩ ডিসেম্বর, রবিবার। নভেম্বরের ৭-৩০ তারিখের মধ্যে এই ৫ রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। মধ্যপ্রদেশে এক দফায় ভোট হয়েছে ১৭ নভেম্বর। রাজস্থানেও এক দফায় ভোট হয়েছে ২৫ নভেম্বর। তেলেঙ্গানায় ভোট হয়েছে ৩০ নভেম্বর। মিজোরামেও এক দফায় ভোটগ্রহণ হয়েছে ৭ নভেম্বর। ৫ রাজ্যের মধ্যে কেবল ছত্তিশগড়েই দু’দফায় ভোটগ্রহণ হয়েছে, যথাক্রমে ৭ নভেম্বর এবং ১৭ নভেম্বর। চার রাজ্যে ৩ ডিসেম্বর, রবিবার বিধানসভা ভোট গণনা হলেও মিজোরামে হচ্ছে না। উত্তর-পূর্বের রাজ্যে তা হচ্ছে ৪ ডিসেম্বর, সোমবার। বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এই নিয়ে আর্জি জানানো হয়েছে মিজোরামের বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দলের তরফে। তাতেই সাড়া দিল কমিশন। ছত্তিশগড় এবং রাজস্থানে কংগ্রেস ক্ষমতায় রয়েছে। ওই দুই রাজ্যেই বিজেপির সঙ্গে কংগ্রেসের সরাসরি লড়াই হয়েছে তা বলাইবাহুল্য। ২০১৮-র বিধানসভা ভোটে জিতে মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতা দখল করলেও দেড় বছরের মাথাতেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সাহায্যে দু’ডজন বিধায়ক ভাঙিয়ে মুখ্যমন্ত্রী কমল নাথের সরকারের পতন ঘটিয়েছিল বিজেপি। তেলঙ্গানায় ক্ষমতায় রয়েছে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)। সেখানে এ বার ক্ষমতাসীন দলের সঙ্গে কংগ্রেস এবং বিজেপির ত্রিমুখী লড়াই হয়েছে। অন্যদিকে, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মিজোরামে মূল লড়াই হয়েছে ক্ষমতাসীন মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ)-এর সঙ্গে কংগ্রেসের।
৫ রাজ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, এবার ফল জানার অপেক্ষা।
রাজস্থান : ২০১৮ সালের বিধানসভা ভোটে রাজস্থানের ২০০টি আসনের মধ্যে ১০০টিতে জয়ী হয় কংগ্রেস। জোটসঙ্গী আরএলডি পায় একটি আসন। বিজেপি পেয়েছিল ৭৩টি আসন। তাছাড়া, বিএসপি ৬, আরএলপি ৩, বিটিপি ২, সিপিএম ২ এবং নির্দল প্রার্থীরা ১৩টি কেন্দ্রে জয়ী হন। ২০০ আসনের রাজস্থান বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার ‘জাদুসংখ্যা’ ১০১।
মধ্যপ্রদেশ : মধ্যপ্রদেশে এক দফায় ভোট হয়েছে ১৭ নভেম্বর। মোট ভোটের হার ছিল ৭৭.১৫ শতাংশ, যা ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ভোটদানের শতাংশের চেয়ে ১.৫২ শতাংশ বেশি। মধ্যপ্রদেশ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার ‘জাদুসংখ্যা’ ১১৬।
তেলেঙ্গানা : তেলাঙ্গানায় মোট বিধানসভা আসনের সংখ্যা ১১৯। প্রার্থীর সংখ্যা ২,২৯০। তেলেঙ্গানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার ‘জাদুসংখ্যা’ ৬০।
ছত্তিশগড় : ছত্তিশগড়ে এবার দু’টি দফায় ভোট হয়েছে। মোট বিধানসভা আসনের সংখ্যা ৯০। এই রাজ্যে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার ‘জাদুসংখ্যা’ ৪৬।