ফের আদালতের নির্দেশের জেরে বিজেপির সভা

কলকাতা, ১ ডিসেম্বর (হি.স.) : রাজ্যে ফের আদালতের নির্দেশের জেরে বিজেপির সভা হতে চলেছে। ২ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সভার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। আর তার অনুমতি নিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। শুক্রবার খেজুরির সভাযর অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে বিচারপতির প্রশ্ন, সবসময় কেন বিরোধী দলকে অনুমতির জন্য আদালতে আসতে হবে ?

সভায় উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুপুর ২ থেকে বিকেল ৫ পর্যন্ত সভা হবে বলে বিজেপি সূত্রে খবর। এক্ষেত্রে কয়েকটি নিয়ম মেনে চলতে হবে বলে নির্দেশ দেয় আদালত। যেমন – শব্দ বিধি মেনে শান্তিপূর্ণ সভা করতে হবে, নির্দেশ আদালতের এবং কোনও উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না ।

২ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সভার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। এর জন্য আগেভাগেই জেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হয় বলে দাবি করে বিজেপি। কিন্তু, তা সত্ত্বেও পুলিশ অনুমতি দেয়নি। এমনকী আবেদন খারিজ করার কথাও জানানো হয়নি বলে দাবি গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী।

এদিন এই মামলার শুনানিতে বিচারপতি রাজ্যকে প্রশ্ন করেন, শাসক দল কি কর্মসূচির ১৫ দিন আগে পুলিশকে জানায়? সবসময় কেন বিরোধী দলকে অনুমতির জন্য আদালতে আসতে হবে? রাজ্যকে বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, ‘মঞ্চের আয়তন জানতে চাইছেন কেন ?…শেষবার যখন শাসক দল সভা করেছিল তখন মঞ্চের আয়তন জানতে চেয়েছিলেন ?’

এর আগে ২৯ নভেম্বর, ধর্মতলায় অমিত শাহর সভা করার জন্যও প্রাথমিকভাবে অনুমতি দেয়নি পুলিশ। তারপর হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। গত ২৪ নভেম্বর ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির সভায় অনুমতি দেন হাইকোর্টের প্রধান বিচারপতি। সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করেনি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অনুমতি দেওয়া নিয়ে রাজ্যের আপত্তি খারিজ তো হয়ই, উল্টে ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইয়ের সভা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন প্রধান বিচারপতি। এরপর ২৯ তারিখ বিজেপির সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *