সভা করতে চাইলে গণতান্ত্রিক দেশে কাউকে আটকানো যায় না, মন্তব্য দিলীপের

কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.): “কেউ সভা করতে চাইলে আটকাতে চেষ্টা করেন ও কোর্টে গিয়ে হেরে যান। এভাবে গণতান্ত্রিক দেশে কাউকে আটকানো যায় না।”

বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃ ভ্রমণে আসেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সেখানে তিনি সাংবাদিকের কাছে এই মন্তব্য করেন। আগামী ২৯ নভেম্ভর বিশাল সমাবেশের আয়োজন করা হতে চলেছে রাজ্য বিজেপির তরফে। যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর। তবে এই সভার ভবিষ্যৎ এখন আদালতের হাতে। সভা বাতিলের দাবিতে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য।

দিলীপবাবুর মতে, ‘রাজ্য ভাবছে সভা আটকে বিজেপি কে আটকাবে। এভাবে বিজেপিকে আটকানো যায় না।’

এই সমাবেশের ব্যাপারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে এই সভা হবেই। তারিখ পিছলেও সভার আয়োজন নিশ্চিত ভাবে করা হবে।