জনজাতি সুরক্ষা মঞ্চের উদ্যোগে ২৫ ডিসেম্বর র‍্যালি ও জনসভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর : জনজাতির অংশের স্বার্থ সুরক্ষার তাগিদে আন্দোলনে নামার  সিদ্ধান্ত নিয়েছে জনজাতি সুরক্ষা মঞ্চ। ভারতীয় সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে ধর্মান্তরিত ব্যক্তিদের তফসিলি জনজাতি সুবিধা বাতিল করার দাবি নিয়ে ত্রিপুরা রাজ্যেও জনজাতি সুরক্ষা মঞ্চ ত্রিপুরা প্রান্তের উদ্যোগে আগামী ২৫ ডিসেম্বর আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দান থেকে এক বিশাল র‍্যালি এবং জনসভার আয়োজন করার উদ্যোগ গ্রহণ করেছে। র‍্যালি এবং জনসভায় রাজ্যের জনজাতি সম্প্রদায়ের হাজার হাজার লোকেরা অংশগ্রহণ করবে। রবিবার আগরতলা প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান জনজাতি সুরক্ষা মঞ্চের সংযোজক শান্তি বিকাশ চাকমা।
 তিনি বলেন, বিভিন্ন জেলা, ব্লক এবং গ্রাম থেকে আগত জনজাতি সম্প্রদায়ের লোকদের প্রথমে তিন জায়গায় একত্রিত হবে, সেগুলি হল- উমাকান্ত ময়দান, ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ এবং রাধানগর বাস স্ট্যান্ড। র‍্যালি শুরু হবে দুপুর বারোটায় এবং র‍্যালির শেষে জনসভা শুরু হবে দুপুর একটায়। প্রতিটি জনজাতি সম্প্রদায়ের নিজস্ব স্বাধীন কৃষ্টি-সংস্কৃতি ও পরম্পরাগত রীতি নীতি রয়েছে।
আরো দাবি করা হবে, এই সমস্ত স্বাধীন রীতি-নীতি, আচার-আচরণ ও কৃষ্টি-সংস্কৃতির জন্য জনজাতি সম্প্রদায়ের লোকেরা স্বাধীন ভারতে তফসিলি জনজাতি হিসাবে সাংবিধানিক সুবিধাও লাভ করে আসছেন। কিন্তু ধর্মান্তরন হলে ধর্মান্তরিত ব্যক্তি নিজ সমাজের পরম্পরাগত রীতি নীতি পালন করে না। তাদের শর্ত অনুযায়ী সামাজিক রীতি নীতি ত্যাগ করতে হয়। কারণ ভারত ধর্ম নিরপেক্ষ দেশ। এই দেশে সব ধর্মেরই সমান মর্যাদা এবং পালন করার অধিকার রয়েছে। তিনি আরো বলেন, ধর্মান্তরন করে জনজাতি সমাজের পরম্পরাগত সামাজিক রীতি নীতি ও সংস্কৃতি অবলুপ্তি করছে। এবং যারা অন্য ধর্মে ধর্মান্তরিত হয়ে নিজস্ব পরম্পরাগত রীতি নীতি অনুসরণ করছে না তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানান সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সংযোজক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *