জম্মু-কাশ্মীরে জাতীয় স্কুলজুডোতে তানিয়া-‌র স্বর্ণপদক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর।।
স্বর্ণ পদক জয় করলো ত্রিপুরার তানিয়া দাস। অনূর্ধ্ব-‌১৪ বালিকাদের জুডো প্রতিযোগিতায়। জম্মু-‌কাশ্মীরে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় স্কুল জুডো প্রতিযোগিতায়। তাতে পর্যাপ্ত প্রাধান্য দেখিয়ে শনিবার স্বর্ণ পদক জয় করে উদয়পুরের ভগিণী নিবেদিতা জুডো সেন্টারে প্রশিক্ষণরত ওই জুডোকারটি। উদয়পুরের ভগিণী নিবেদিতা স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী তানিয়ার জুডোতে হাতেখড়ি মাত্র আড়াই বছর আগে। ওই সময়ে সেন্টারের কোচ তথা সহকারি ক্রীড়া আধিকারিক মিহির শীলের হাত ধরে। রাজ্য এবং জাতীয় আসরে দুর্দান্ত পারফরম্যান্স করার পর মাত্র দেড় মাস আগে ভূপালে এন সি ও-‌তে ভর্তি হয় সে। উত্তম এবং অনিমা সরকার দাসের মেয়ে আসরে ৪৪ কে জি বিভাগে প্রথমে পাঞ্জাবের জুডোকারকে ১৫ সেকেন্ডে পরাজিত করার পর হরিয়ানার জুডোকারের বিরুদ্ধে মাত্র ৫ সেকেন্ডে জয় পায়। সেমিফাইনালে দিল্লির জুডোকারের বিরুদ্ধে জয় পাওয়ার পর ফাইনালে চন্ডিগড়ের জুডোকারকে পরাজিত করে ত্রিপুরার পক্ষে স্বর্ণপদক জয় করে। তানিয়ার পারফরম্যান্সে খুশি প্রাক্তন কোচ মিহির শীল। বলেন,”তানিয়া লম্বা রেসের ঘোড়া। আগামীদিনে রাজ্যকে আরও পদক এনে দেবে। এবং একদিন দেশের হয়েও প্রতিনিধিত্ব করবেই”।‌ ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *