ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর।।
সেরা হলো মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু আরাধ্যা দাস। অনূর্ধ্ব-৯ বিভাগে। গুয়াহাটিতে অনুষ্ঠিত ফিডে রেটিং আন্ত: স্কুল দাবা প্রতিযোগিতায়। ৯ রাউন্ডের আসর শেষ হয় শনিবার। তাতে ৬ পয়েন্ট পেয়ে অনূর্ধ্ব-৯ বিভাগে সেরার সম্মান পায় শ্রীকৃষ্ণ মিশন স্কুলের ছাত্রীটি। পুরস্কার স্বরূপ সুদৃশ্য ট্রফি সহ ৩ হাজার টাকা আর্থিক পুরস্কার পায় অনুজ এবং অঞ্জু রাণী-র একমাত্র মেয়েটি। আসরে ৪২ তম স্থান পায় আরাধ্যা। ৯ করাউন্ডের আসরে ৬ টি ম্যাচে জয় পায় সে। তবে আরও একটি ম্যাচে জয় পেতে পারলে প্রথম ১০ জনে স্থান করে নিতে পারতো। এনিয়ে দু:খ প্রকাশ করলো সে। তবে আসর থেকে রেটিং বাড়ছে আরাধ্যা-র। এবারের আসরের অভিজ্ঞতা আগামীদিনে আরো্ ভালো খেলতে সাহায্য করবে বলে মনে করছে রাজ্যের ওই প্রতিভাবান দাবাড়ুটি।
2023-11-18