অনূর্ধ্ব-‌১৯ কোচবিহার ট্রফি : চন্ডিগড়ে প্রস্তুত ত্রিপুরা, প্রথম ম্যাচ আগামীকাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর।। চন্ডিগড় ম্যাচের প্রস্তুতি শুরু করলো ত্রিপুরা। বুধবার ওই রাজ্যের সেক্টল ১৬ মাঠে হয় অনুশীলন। সকালে প্রায় ৩ ঘন্টা। ১৭ নভেম্বর মরশুমে ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ চন্ডিগড়। ১৭-‌২০ নভেম্বর হবে ম্যাচটি। অনূর্ধ্ব-‌১৯ কোচবিহার ট্রফি ক্রিকেটে। দ্বীপজয় দেবের নেতৃত্বাধীন ২২ সদস্য  ত্রিপুরা দল চন্ডিগড়ে পৌঁছার পর এদিন সকাল থেকেই চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দেন। বৃহস্পতিবার শেষ প্রস্তুতি সেরে নেবেন দেবাংশু দত্ত-‌রা। এদিন শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে দীর্ঘসময় ব্যাটিং প্র‌্যাকটিস সেরে নেন সপ্তজিৎ দাস-‌রা। মরশুমে প্রতিটি আসরে ত্রিপুরার ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় হারতে হয়েছে ত্রিপুরাকে। এবারের আসরে যাতে ওই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে বিশেষ নজর দিয়েছেন কোচ ডি ভিনসেন্ট বিনয় কুমার। রাজ্য ক্রিকেট সংস্থীআকর কর্তারাও বিশ্বাস করেন ৪ দিনের ওই আসরে ব্যাটসম্যান-‌রা স্বমহিমাঐয় ফিরবেই। আসরে নাগপুরের  ২৪ নভেম্বর দ্বিতীয় প্রতিপক্ষ বিদর্ভ, গোয়ার সেনগুইমে ১ ডিসেম্বর ত্রিপুরার প্রতিপক্ষ গোয়া, ৮ ডিসেম্বর থেকে প্রতিপক্ষ মুম্বাই এবং ১৫ ডিসেম্বর থেকে প্রতিপক্ষ পাঞ্জাব। শেষ দুটি ম্যাচ ত্রিপুরা খেলবে আগরতলায়। রাজ্য দলের ক্রিকেটাররা হলো : দ্বীপজয় দেব (অধিনায়ক এবং উইকেট রক্ষক), দেবাংশু দত্ত (সহ অধিনায়ক এবং উইকেট রক্ষক) দীপঙ্কর ভাটনগর, প্রীতম দাস, শশীকান্ত বিন, অভিক পাল, প্রিয়াঙ্শ মিত্র, সপ্তজিৎ দাস, আয়ুষ অনিল দেবনাথ, ধৃতিমান নন্দী, দেবজিৎ সাহা, শায়ন সাহা, সম্রাট বিশ্বাস, অর্কজিৎ রায়, রাকেশ রুদ্রপাল, বিশাল সিনহা, আজহারউদ্দিন আহম্মেদ, দ্বীপায়ন দাস, সুমিত যাদব, দেবতনু পাল, তন্ময় সরকার, আকাশ রায়। দলের সঙ্গে সাপোর্ট স্টাফ হিসেবে রয়েছে কোচ:‌ ডি ভিনসেন্ট বিনয় কুমার, সহকারি কোচ:‌ জয়ন্ত দেবনাথ, অনুপম দে, ট্রেণার উত্তম দে, ফিজিও রাজেশ কুমার মোদক এবং ভিডিও অ্যানালাইসিস্ট শুভেন্দু ভট্টাচার্য, ম্যানেজার কাম অবজারভার জয়দেব সাহা, লজিস্টিক ম্যানেজার নারায়ণ শীল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *