কচিকাঁচাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুদিবস পালিত বিলোনিয়ায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া , ১৪ নভেম্বর : আজ ১৪ই নভেম্বর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত পন্ডিত জওহর লাল নেহেরুর জন্মদিন। উনার জন্মদিনকে প্রত্যেক বছরই পালিত হয় শিশু দিবস হিসেবে। এবারেও আজকের দিনটি শিশু দিবস উদযাপন করা হলো আজ বেলা সাড়ে এগারোটায় বিলোনিয়া বজেন্দ্র কিশোর ইনস্টিটিউশনে।
এই দিনের আয়োজিত শিশু দিবস অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেছেন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক কুলেন্দ্র ত্রিপুরা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগন। এছাড়া ‌ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত পণ্ডিত জহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুস্পাঞ্জলী নিবেদন করা হয়। এই দিন শিশুদের লেখাপড়ার বাইরে আনন্দ দেওয়ার জন্য আজ শিশুদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারাই শিশুদের হয়ে মঞ্চের বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান পরিবেশন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *