দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী

অমরাবতী, ১২ নভেম্বর (হি.স.) : অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি এবং রাজ্যপাল এস আব্দুল নাজির রবিবার রাজ্যের জনগণকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন।

রাজ্যপাল এস আব্দুল নাজির রাজ্যবাসীর জন্য শান্তি, সমৃদ্ধি এবং সুখ বয়ে আনতে দীপাবলির ঐশ্বরিক আলো কামনা করেছেন। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যপাল লেখেন, আলোর উৎসব দীপাবলি উপলক্ষ্যে, আমি অন্ধ্রপ্রদেশের জনগণকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাই, দীপাবলি অন্ধকারের উপর আলোর, মন্দের উপর ভালোর এবং অজ্ঞতার উপর জ্ঞানের প্রতীক।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তার শুভেচ্ছাবার্তায় মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি লেখেন, দীপাবলি উৎসব অন্ধকারের ওপর আলোর জয়, মন্দের ওপর ভালো এবং অজ্ঞতার ওপর প্রজ্ঞার প্রতীক। দিওয়ালি উপলক্ষ্যে, আমি সারা বিশ্বের সমস্ত তেলেগু জনগণকে উৎসবের শুভেচ্ছা জানাই এবং তাদের সমৃদ্ধি এবং বিজয় কামনা করছি।