আগামীকাল তিনদিনের জাপান সফরে যাচ্ছেন বিদেশ প্রতিমন্ত্রী ভি. মুরলীধরন

নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.) : ৮ থেকে ১০ নভেম্বর জাপান সফরের কর্মসূচি রয়েছে বিদেশ প্রতিমন্ত্রী ভি. মুরলীধরনের। তাঁর সফরকালে মুরলীধরন, জাপানের মন্ত্রী, ব্যবসায়ী, নেতা, শিক্ষাবিদ এবং ভারতীয় প্রবাসীদের সঙ্গে বৈঠক করবেন। টোকিও ছাড়াও তিনি কিয়োটো, হিরোশিমা ও ওতাও সফর করবেন। ওইটা-তে অবস্থিত রিটসুমেইকান এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, “ভারত এবং উদীয়মান বিশ্ব” বিষয়ে একটি বক্তৃতা দেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর।

বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত এবং জাপান সহযোগিতার বিস্তৃত ক্ষেত্রগুলিকে নিয়ে একটি “বিশেষ কৌশলগত এবং বৈশ্বিক অংশীদারিত্ব” নিয়ে দুদেশের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিদেশ প্রতিমন্ত্রীর এই সফর দুই দেশের মধ্যে ব্যাপক অংশীদারিত্বকে আরও জোরদার করবে বলেও আশা করা হচ্ছে।