নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): দিল্লির সরকারের আবগারি নীতি মামলায় ফের তৎপর হয়ে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই মামলায় বৃহস্পতিবার সকালে দিল্লির মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে হানা দিল ইডি। বৃহস্পতিবার সকালে দিল্লির সিভিল লাইন্স এলাকায় রাজকুমার আনন্দের বাড়িতে হানা দেন ইডি-র আধিকারিকরা, চারিদিক থেকে তাঁর বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
ইডি সূত্রের, রাজকুমার আনন্দের সঙ্গে সম্পর্কিত মোট ৯টি ঠিকানায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় ২ নভেম্বর, শুক্রবারই দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি, কেজরিওয়ালের প্রস্তাবিত হাজিরা দেওয়ার আগেই রাজকুমার আনন্দের বাড়িতে হানা দিল ইডি।