রাজ্যে ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা


কলকাতা, ১ নভেম্বর (হি.স.) নভেম্বরের শুরুতে একদিকে যেখানে উত্তর ও পূর্ব ভারতে ঠান্ডা কড়া নাড়তে শুরু করেছে । সেখানে পশ্চিমবঙ্গে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। বুধবার আবহাওয়া দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি।

কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সহ রাজ্যের অন্যান্য অংশেও তাপমাত্রার সামান্য বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। রাজ্যে এক সপ্তাহেরও বেশি সময় ধরে বৃষ্টি হয়নি এবং তাপমাত্রা কমে যাওয়ায় রাতে হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে।
এদিকে, আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তন ভাইরাসজনিত রোগকে আমন্ত্রণ জানাচ্ছে। সর্দি, কাশি, জ্বর এবং অন্যান্য ভাইরাসজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে রাজ্যের সরকারি হাসপাতালে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং-এও আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা একই ধরনের আবহাওয়া বিরাজ করবে।