ফের জিবি হাসপাতালের পরিষেবায় গাফিলতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর : প্রধান রেফারেল হাসপাতালে মিলছে না সঠিক পরিষেবা।  একাংশ কর্মীদের কারনে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে আসছে।  জিবি হাসপাতালের হাল কোনোভাবেই ফেরানো সম্ভব হচ্ছে না। একাংশ কর্মী ও ট্যাকনেশিয়ান এর জন্য দায়ী বলে অভিযোগ।

 সোমবার বড়জলা থেকে আগত রোগীর এক আত্মীয় হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন।  অভিযোগ ১০০০ টাকার বিনিময়ে সিটি স্ক্যান করতে হয়েছে। অথচ সিটিস্ক্যানের প্লেটটি খামের পরিবর্তে খালি প্রদান করা হচ্ছে। এতে করে প্লেট নষ্ট হওয়ার সম্ভবনা থেকেই যায়। এভাবেই সকলকে খামের পরিবর্তে খালি হাতে প্লেট ধরিয়ে দেওয়া হচ্ছে। উদয়পুর রাজনগরের বাসিন্দা  আলম মিয়া খাতুন জানান জিবিতে আড়াই হাজার টাকার বিনিময়ে এম আর আই করেছেন তিনি। প্লেটে ময়লা লাগলে পুনরায় করতে হবে। তাদের গাফিলতির কারনে প্লেটগুলি নষ্ট হওয়ায় পুনরায় তাদের এম
আরআই করতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
 শুধু তাই নয়, স্বাস্থ্যকর্মীদের এ ধরনের চরম গাফিলতির কারণে রাজ্যের দূর-দূরান্ত থেকে জিবি হাসপাতালে আসা রোগীর চিকিৎসা পরিষেবা অনেকটা বিলম্ব হচ্ছে। ঝুঁকি বাড়ছে রোগীদের। বহুবার রোগীর পরিবার পরিজন স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বললেও তারা কোনো কর্ণপাত করছে না। । প্রতিদিন হাসপাতালে কোন না কোন একটি বিষয় নিয়ে রোগীর পরিবার এভাবে অভিযোগ তুলছেন। স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখুক, দাবি পরিবারের সদস্যদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *