কলকাতা, ৩০ অক্টোবর (হি.স.): বন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, ‘পাবলিক সার্ভিস কমিশনটা লুঠ করেছে তো। পাবলিক সার্ভিস কমিশনের দীর্ঘদিনের মেম্বার দেবপ্রিয় মল্লিক।’
প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমানে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা পেশায় একজন চিকিৎসক। এছাড়াও তিনি পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ছিলেন। যাকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘পাবলিক সার্ভিস কমিশনে দু-নম্বরির মাস্টার। এই যে বিডিও গুলো ম্যাক্সিমাম চুরি করেছে, ১৫-১৬, ১৬-১৭-, ১৭-১৮ যার আমি আরটিআই করেছিলাম। একটা পার্টের দিয়েছে। আরেকটা পার্টের দেয়নি। সময় নিয়েছে। স্বাভাবিকভাবে দেবপ্রিয় মল্লিক পিএসসি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত।’
যে অভিযোগের প্রেক্ষিতে পাল্টা ব্যাখ্যা ও খোঁচা দেন মন্ত্রীর দাদা। দেবপ্রিয় মল্লিক বলেন, ‘২০১৬-র শেষ দিকে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য পদ ছেড়ে দিই। ৫ জনের কমিটিতে ছিলাম, একা কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না। এটা কোনও খনি নয় যে, লুঠ হবে, যেটা হলদিয়াতে হয়।’