আগরতলা, ৩০ অক্টোবর : ইন্দো-বাংলা রেল সংযোগে আজ আরও একধাপ এগিয়ে গেছে। বাংলাদেশ থেকে পণ্যবাহী ট্রেন আজ পরীক্ষামূলকভাবে ত্রিপুরায় নিশ্চিন্তপুর স্টেশনে সফলভাবে এসেছে। ফলে, আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের চূড়ান্ত পর্যায় খুবই সন্নিকটে বলেই মনে হচ্ছে। ভারতীয় রেলের কর্মকর্তাদের দাবি, আগামী ১ নভেম্বর ওই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। প্রাথমিক পর্যায়ে মিটার গেজ লাইনে বাংলাদেশ থেকে পণ্যবাহী ট্রেন ত্রিপুরায় আসবে। এদিন, ওই পরীক্ষামূলক ট্রেন চলাচলকে ঘিরে স্থানীয়দের মধ্যে বাধ ভাঙ্গা উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে।
2023-10-30