ত্রিপুরা-১০১/৭(২০)
আসাম-৮৯/৯(২০)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর।। মূল পর্বে খেলা এবারও অধরা থাকবে। তবে আগামীকালের ম্যাচে জয় পেলে গ্রুপে তৃতীয় স্থান নিয়েই ঘরে ফিরবে ত্রিপুরার মেয়েরা। লক্ষ্য একটাই। জয় দিয়ে গ্রুপ লিগ অভিযান শেষ করা। সেই লক্ষ্যকে সামনে রেখে আগামীকাল আসরের শেষ ম্যাচে হরিয়ানার মুখোমুখি হতে চলেছে ত্রিপুরা। তিরুবন্তপূরমে অনুষ্ঠিত সিনিয়র মহিলাদের টি-২০ ক্রিকেটে। আসাম জয় করে অন্নপূর্ণা-রা মানসিকভাবেএখন অনেকটাই চাঙ্গা। স্পোর্টস হাব ইন্টারন্যাশনাল ক্রিকেট মাঠে হবে ম্যাচটি। দুদলই ৬ ম্যাচ খেলে সংগ্রহ ১২ পয়েন্ট। গ্রুপে আপাতত হরিয়ানা ও ত্রিপুরা রানের গড়ের নিরিখে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। শক্তির বিচারে দুদলই প্রায় সমান। ফলে যে দলের ব্যাটসম্যান-রা ২২ গজে নিজেদের মেলে ধরতে পারবে সেই দলই আসরের শেষ ম্যাচে জয় পেয়ে মাঠ ছাড়বে। এদিকে শনিবার নিজেদের ষষ্ঠ ম্যাচে ত্রিপুরা ১২ রানে পরাজিত করেছিলো আসামকে। নিকিতা দেবনাথের অলরাউন্ড পারফরম্যান্সে জয় সহজ হয়ে যায় ত্রিপুরার। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ত্রিপুরা নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১০১ রান করে। দলের পক্ষে ইন্দ্ররাণী জমাতিয়া ৩৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৮, মৌটুসী দে ৪১ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৮, নিকিতা দেবনাথ ১৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ এবং দলনায়িকা অন্নপূর্ণা দাস ১৬ বল খেলে ১২ রান করেন। আসামের পক্ষে ঝিন্টিমনি কলিতা ২৩ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে ত্রিপুরার বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে আসাম নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে পোপারি গগই ১৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৯ (অপ:) এবং মণিক্ষা দাস ২২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান রুখে দাড়াতে পারেননি। ত্রিপুরার পক্ষে রেশ্মি নায়েক ১০ রানে, অম্বেষা দাস ১৩ রানে ২ টি করে, নিকিতা দেবনাথ ৪ রানে, প্রীয়াঙ্কা আচার্য ১৭ রানে, অন্নপূর্ণা দাস ১৮ রানে এবং হট চান্দিনী ২১ রানে ১ টি উইকেট পেয়েছেন। আসরে ৬ ম্যাচ খেলে ২ টিতে জয়, ২ টি ম্যাচে পরাজয় এবং ২ টি ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছিলো।