ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর।। রাজ্য ক্রীড়া জগতে এক ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে। নতুন এক রেকর্ড গড়ছেন ত্রিপুরার অ্যাথলেটরা। ত্রিপুরার ১১ জন অ্যাথলেট আন্তর্জাতিক কোন আসরে বিশেষ করে এশিয়ান চ্যাম্পিয়নশিপে এবার ভারতীয় দলের জার্সি গায়ে লাগিয়ে অংশ নিতে যাচ্ছেন। ২২ তম এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ ২০২৩ এবার অনুষ্ঠিত হচ্ছে ৮ থেকে ১২ নভেম্বর ফিলিপাইনস-এর টারলেকের ক্যাপাসের নিউ ক্লার্ক সিটিতে। মাস্টার্স অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সিলেকশনে ত্রিপুরার যে ১১ জন ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন তারা হলেন, বিপ্লব মজুমদার, তপন শীল, নারায়ণ ঘোষ, দেবী রানী দাস, মমতা নাথ, লাকি রায়, মিতালি দেবনাথ, অর্চনা বনিক, জবা পাল দত্ত, কবিতা দাস এবং শেফালী বর্ধন। ত্রিপুরার এথলেটরা কলকাতা এয়ারপোর্ট থেকে ফিলিপাইনসের উদ্দেশ্যে টেক অফ করবে আগামী ৫ নভেম্বর। এর আগে ত্রিপুরার এথলেটরা যথাসময়ে কলকাতায় পৌঁছে যাবেন। আজ, রবিবার বিকেলে রাজ্য ক্রীড়া দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ১১ জন অ্যাথলেটের প্রত্যেককে ভারতীয় দলের ব্লেজার, আই কার্ড, কিটস ব্যাগ প্রদান করা সহ শুভেচ্ছা জানানো হয়। এশিয়ান আসরে তাঁরা দেশের নাম উজ্জ্বল করার পাশাপাশি রাজ্যের নামও উজ্জ্বল করবে বলে প্রত্যেকেই আশাবাদী। শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি পঙ্কজ বিহারী সাহা, সহ-সভাপতি তপন ভট্টাচার্য, চঞ্চল মজুমদার, স্বপন সাহা, সচিব আশিস পাল সহ যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উপ-অধিকতা সমীর দেববর্মা, দেবাশীষ ভট্টাচার্য, প্রবালকান্তি দে, স্পন্সর তথা ভূপেন দত্ত ভৌমিক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অজয় পাল, স্পন্সরর আশুতোষ কুমার সহ কর্মকর্তাদের অনেকেই উপস্থিত ছিলেন।
2023-10-29