মুস্তাক আলী : দ্বিতীয় জয়ের লক্ষ্যে ত্রিপুরা আজ কর্ণাটকের মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর।। গ্রুপ লীগের শেষ ম্যাচ। প্রতিপক্ষ কর্ণাটক। প্রথম ম্যাচে নাগাল্যান্ড কে হারানোর কায়দা দেখে ক্রিকেটপ্রেমীদের অনেকেই আঁচ করেছিলেন, হয়তো আরও এক-দুইটা ম্যাচে জয়ী হতে পারবে। কিন্তু কোথায় কি? টানা চার ম্যাচে পরাজয়ের পর ত্রিপুরার অবস্থান অনেকটাই শেষের দিকে‌‌। তবুও আশা করা হচ্ছে প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচে জয়ের স্বাদ নিয়ে ত্রিপুরার ছেলেরা সৈয়দ মুস্তাক আলী সিনিয়র পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট থেকে এবারের মত বিদায় নিয়ে ঘরে ফিরবে। এ পর্যন্ত পাঁচ ম্যাচের মধ্যে দুটিতে জয় পাওয়া কর্নাটকও চাইছে শেষ ম্যাচে জয়ের স্বাদ নিয়ে ঘরে ফিরতে। কেননা ইতোমধ্যে গ্রুপ-ই থেকে দিল্লি ও উত্তর প্রদেশ যথারীতি মূল পর্বের লক্ষ্যে এগিয়ে রয়েছে। স্বাভাবিক কারণে আগামীকালের ম্যাচটিতে ত্রিপুরা এবং কর্ণাটক দু দলের কাছেই নিয়ম রক্ষার ম্যাচ বলা যেতে পারে। প্রথম ম্যাচে জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা দলকে হারের মুখ দেখতে হয়েছিল তামিলনাড়ুর বিপক্ষে খেলতে নেমে। টানা চার ম্যাচে যথাক্রমে তামিলনাড়ু ৮ উইকেটে, মধ্যপ্রদেশ ৩৬ রানে, উত্তর প্রদেশ ৬৮ রানে এবং দিল্লি ৮৬ রানে ত্রিপুরাকে হারিয়ে পুরো ৪ পয়েন্ট করে ছিনিয়ে নিয়েছে। আজ, বৃহস্পতিবার বিরতির দিনে আবারও ভুল ত্রুটি গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়েছে। আগামীকাল ত্রিপুরা দলের ষষ্ঠ তথা অন্তিম খেলা কর্ণাটকের বিরুদ্ধে। সাতদলীয় এই গ্রুপে কর্ণাটক রয়েছে তৃতীয় শীর্ষে। পাঁচ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে‌। ত্রিপুরার অবস্থান ষষ্ঠ স্থানে। ৫ ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেয়ে। শীর্ষস্থানে দিল্লি, গ্রুপ লিগের খেলা শেষ করে ২২ পয়েন্ট পেয়ে। আগামীকাল বেলা ১১ টায় অভিমন্যু ক্রিকেট একাডেমিতে নাগাল্যান্ড খেলবে তামিলনাড়ুর বিরুদ্ধে‌। একই সময়ে মহারানা প্রতাপ কলেজ গ্রাউন্ডে মধ্যপ্রদেশ খেলবে  উত্তর প্রদেশের বিরুদ্ধে। অভিমন্যু ক্রিকেট একাডেমিতে কর্ণাটক ও ত্রিপুরার ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে চারটায়।