নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): দেশের ৫ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসই জয়লাভ করবে। দাবি করলেন কংগ্রেসের আত্মবিশ্বাসী সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বুধবার খাড়গে বলেছেন, “৫টি রাজ্যেই নির্বাচনের কাজ ভালোভাবে চলছে, আমরা আত্মবিশ্বাসী যে আমরা পাঁচটি রাজ্যেই জিতব। মুদ্রাস্ফীতি ও বেকারত্বে মানুষ অতিষ্ঠ। বিজেপি কোনও প্রতিশ্রুতি পূরণ করেনি…অশোক গেহলট এবং ভূপেশ বাঘেল রাজস্থান ও ছত্তিশগড়ে ভালো কাজ করছেন। সেখানে কোনও সমস্যা নেই। শিবরাজ সিং চৌহানের কারণে মধ্যপ্রদেশে সমস্যা রয়েছে। আমরা আশা করছি, ৫টি রাজ্যেই আমাদের সরকার আনতে পারব এবং সবকিছু ঠিক হয়ে যাবে।”
খাড়গে-কে এদিন প্রশ্ন করা হয়, ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনকে কংগ্রেস কী সেমিফাইনাল হিসেবে দেখছে, এ বিষয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “না তেমনটা নয়। প্রতিটি রাজ্যের বিভিন্ন নির্বাচনী ইস্যু আছে, সেই অনুযায়ী ভোট হয়। সংসদ নির্বাচন বিধানসভা নির্বাচনের থেকে আলাদা…প্রধানমন্ত্রী মোদী প্রতিটি নির্বাচনকেই তাঁকে নির্বাচিত করার জন্য একটি ভোট বলেছেন – পৌরসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন…তিনি কি নিজেই মুখ্যমন্ত্রী হতে চলেছেন?” উল্লেখ্য, কিছু দিনের মধ্যেই মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরামে ভোট।

