বালুরঘাট, ২৫ অক্টোবর (হি.স.): দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে আত্রেয়ী নদী থেকে উদ্ধার হল এক যুবকের দেহ। বুধবার সকালে বালুরঘাট শহরের সাহেব কাছারি এলাকায় দেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। মৃত যুবকের নাম রুদ্র বিশ্বাস (২৭)। বাড়ি বালুরঘাট শহরের উত্তমাশায়। তিনি পেশায় টোটো চালক।
বালুরঘাট থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। যুবকের পরিবারের লোকেদের খবর দেওয়া হয়েছে। তাঁরা বালুরঘাট জেলা হাসপাতালে গিয়ে দেহ শনাক্ত করেন। কীভাবে ওই যুবকের দেহ আত্রেয়ী নদীতে এল, তা নিয়ে ধন্দে পুলিশ। পরিবার সূত্রের খবর, গতকাল রাত থেকেই ওই যুবক নিখোঁজ ছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

